টপ কমান্ডারের তথ্য
‘মহাকাশ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে ইরান’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ইরান মহাকাশ শিল্পে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে। একইসাথে প্রযুক্তি ক্ষেত্রে তিনি সশস্ত্র বাহিনীর দুর্দান্ত সাফল্যের প্রশংসা করেছেন।
ইরানের বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর তালেবজাদেহ গতকাল (শনিবার) পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহরে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ইরানের ওপর ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের আগ্রাসনের বার্ষিকী উপলক্ষে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করা হয়।
জেনারেল তালেবজাদেহ বলেন, ইরান বিভিন্ন খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এবং জাতীয় নিরাপত্তার উন্নতির জন্য দেশীয় ব্যবস্থা গড়ে তুলেছে।
তিনি আরো বলেন, ইরান সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র এবং সেগুলোর সাথে সম্পর্কিত সিস্টেমগুলো কীভাবে মেরামত করতে হয় তার জ্ঞান অর্জন করেছে। পাশাপাশি যুদ্ধবিমান ও নানা ধরণের ড্রোন তৈরিতে একচেটিয়া ক্ষমতা ভেঙে ফেলার জ্ঞান অর্জনেও সফল হয়েছে। কমান্ডার জোর দিয়ে বলেন, যেসব দেশ উন্নত সামরিক প্রযুক্তির অধিকারী ইরান সেই সেব দেশের কাতারে রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।