ইহুদি বসতি ছেড়ে চলে গেছে ৪০ হাজার ইসরাইলি, কখনো তারা ফিরবে না
(last modified Mon, 23 Sep 2024 07:36:49 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১৩:৩৬ Asia/Dhaka
  • তে আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর
    তে আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর

ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চল থেকে চলতি বছর ৪০ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইল ছেড়ে চলে গেছে এবং তারা আর কখনো ফিরে আসবে না। 

ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বা সিবিএস গতকাল (রোববার) এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইল ছেড়ে চলে গেছে।

পরিসংখ্যানে দেখানো হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে প্রতিরোধকামী সংগঠন হামাস ইসরাইলের ভেতরে যে ইতিহাসের বাক ঘোরানো অভিযান চালিয়েছিল তার পর অবৈধ বসতি স্থাপনকারীদের ইসরাইল ছাড়ার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। 

২০২২ সালে ইসরাইল থেকে ৩৮ হাজার ইহুদি বসতি স্থাপনকারী চলে গিয়েছিল তবে তার মধ্যে আবার ২৩ হাজার ফিরে এসেছে। 

হামাসের অভিযানের পর থেকে গাজা-ইসরাইল যুদ্ধ চলছে। এর পাশাপাশি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং যুদ্ধ বন্ধের দাবিতে প্রায় প্রতিদিন ইসরাইলে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এছাড়া লেবানন, ইরাক ও ইয়েমেন থেকে ইসরাইলের বিভিন্ন অংশে নিয়মিত হামলা হচ্ছে। এতে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের মধ্যে ভীতি এবং অসন্তোষ ছড়িয়ে পড়েছে। তার জের ধরে ইসরাইল থেকে ব্যাপকভাবে ইহুদিবাদীরা চলে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩

 

ট্যাগ