কলকাতায় ভার‍ত-মার্কিন যৌথ উদ্যোগে সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির ঘোষণা
(last modified Mon, 23 Sep 2024 10:05:27 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১৬:০৫ Asia/Dhaka
  • কলকাতায় ভার‍ত-মার্কিন যৌথ উদ্যোগে সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  আমেরিকা সফরে গিয়ে  জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট।

এই প্রকল্পের কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করে দুই রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মমতা জানিয়েছেন, কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সবরকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার।

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি। এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনার চুক্তি নিয়েও কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। পাশাপাশি উঠে আসে কলকাতায় সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির বিষয়টিও। বৈঠকের পর রোববার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, কলকাতায় কারখানা তৈরিতে কাজ করবে ‘ভারত সেমি’, ‘থার্ডআইটেক’ এবং ‘ইউএস স্পেস ফোর্স’ নামে তিনটি সংস্থা। এর ফলে দু’দেশে কর্মসংস্থান হবে, গবেষণা ক্ষেত্রেও উন্নতি হবে। জানা গিয়েছে, ‘গ্লোবাল ফাউন্ডারিজ’ নামে নিউ ইয়র্কের একটি সংস্থা এই প্রকল্পে সহায়তা করবে। মূলত সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করে এই সংস্থা।

কলকাতার বুকে এই কারখানা তৈরি হলে বিরাট কর্মসংস্থানের পাশাপাশি দোষণমুক্ত দেশে তৈরি হবে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও উন্নতি হবে বলে  নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত বছরের গোড়ার দিকে, রাজ্য আইটি বিভাগ এবং আমাদের পিএসইউ ওয়েবেল বেশ কিছু শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যোগাযোগ করে। চলতি বছর, রাজ্য সরকারের তত্ত্বাবধানে গ্লোবাল ভিএলএসআই কনফারেন্স ২০২৪য়ে অংশ নিয়েছিল সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষস্থানীয় সংস্থাগুলো। রাজ্যের নিরলস প্রচার এবং সক্ষমতার জোরেই ‘গ্লোবাল ফাউন্ডারিজ’এর এই বিনিয়োগ আসতে চলেছে কলকাতায় বলে জানানা মমতা বন্দোপাধ্যায়।#

পার্সটুডে/জিএআর/২৩

ট্যাগ