গোলান মালভূমিতে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
(last modified Tue, 24 Sep 2024 07:29:25 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১৩:২৯ Asia/Dhaka
  •  গোলান মালভূমিতে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কৌশলগত অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। গতকাল (সোমবার) লেবাননের বিভিন্ন অংশে ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ রকমের বিমান হামলা চালানোর পর ইরাকি যোদ্ধারা এই হামলা চালালো। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকি যোদ্ধারা। তবে গতকাল লেবাননের বহুসংখ্যক এলাকায় একযোগে ভয়াবহ হামলার পর ইরাকি যোদ্ধারা দখলদার শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছিল। এরপর গোলান মালভূমিতে এই হামলা হলো।

ইরাকের প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলেছে, ইরাকি যোদ্ধারা এই ধরনের হামলা অব্যাহত রাখবে যাতে অধিকৃত ভূমিতে ইহুদিবাদীদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা ধ্বংস করা যায়। রোববারও ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইল অধিকৃত জর্দান উপত্যকার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। 

ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, বেশিরভাগ ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ভূপাতিত করতে ব্যর্থ হয়।#

পার্সটুডে/এসআইবি/২৪


বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ