'শহীদদের স্মরণে রাখলে বিপ্লবের পথ মসৃন থাকে'
(last modified Thu, 26 Sep 2024 14:00:28 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ২০:০০ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ এবং 'টিউলিপদের মেহমানি' দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন।

ইরানে টিউলিপ ফুলকে শহীদদের প্রতীক হিসেবে গণ্য করা হয়। 

তিনি এতে বলেছেন, মহান শহীদদের স্মরণকে ইরানি জাতির পথচলা মসৃন রাখার এবং বিপ্লবের পথ থেকে বিচ্যুত না হওয়ার নিশ্চয়তা প্রদানকারী। এর গুরুত্ব ও মূল্য অবশ্যই বুঝতে হবে।

'টিউলিপদের মেহমানি' দিবসে ইরানের সর্বত্র শহীদদের কবরস্থানগুলোর ধুলোবালি পরিষ্কার করা হয় এবং আতর ও ফুল ছিটানো হয়েছে। তেহরানের বৃহত্তম করবস্থান 'বেহেশতে জাহরা'-তে এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতার বার্তাটি তাঁর প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে পড়ে শুনিয়েছেন।

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ