সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সুস্থ ও নিরাপদে আছেন: হিজবুল্লাহর সূত্র
(last modified Sat, 28 Sep 2024 06:10:41 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১২:১০ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

ইহুদিবাদী গণমাধ্যমগুলো লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবারের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার যে দাবি করেছিল তা নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ।

সংগঠনটির নিরাপত্তা সূত্রগুলো প্রেস টিভিকে জানিয়েছে, সাইয়্যেদ নাসরুল্লাহ নিরাপদ অবস্থানে রয়েছেন এবং বৈরুতের দক্ষিণ শহরতলীতে সর্বসাম্প্রতিক ইসরাইলি বিমান হামলায় তার কোনো ক্ষতি হয়নি।

ইহুদিবাদী গণমাধ্যমগুলো শুক্রবার রাতে দাবি করে, দক্ষিণ বৈরুতের দাহিয়ে এলাকায় যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তার প্রধান লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ।

এদিকে, হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনও নিরাপদে রয়েছেন বলে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে। এটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দখলদার সেনাদের সর্বশেষ সন্ত্রাসী হামলায় কোনো হিজবুল্লাহ কমান্ডার শহীদ হননি।

শুক্রবার বিকেলে ইসরাইলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলীর অন্তত ছয়টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। ইসরাইলি সামরিক রেডিও জানিয়েছে, এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে এসব হামলা চালানো হয় এবং এতে পাঁচ হাজার পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয়।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, বৈরুতে সর্বশেষ পাশবিকতা চালানোর আগে মার্কিন সরকারকে অবহিত করেছে তেল আবিব। লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরাইলিদের দৌরাত্ম ও জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।