‘নাসরুল্লাহর রক্ত প্রতিরোধ আন্দোলনকে আরো উজ্জীবিত করবে’
(last modified Sun, 29 Sep 2024 06:21:15 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১২:২১ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতবরণ এবং তার রক্ত আঞ্চলিক প্রতিরোধের অক্ষকে আরো শক্তিশালী ও উজ্জীবিত করবে।

গতকাল (শনিবার) লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রশিদ বু হাবিবের সাথে টেলিফোনে আলাপকালে একথা বলেন আরাকচি।

তিনি বলেন, "নিঃসন্দেহে, এই মহান ব্যক্তির রক্ত শক্তিশালী হয়ে ওঠা প্রতিরোধ আন্দোলনকে আরো শক্তিশালী করবে।" আরাকচি হাসান নাসরুল্লাহকে একজন "সাহসী ব্যক্তিত্ব ও প্রভাবশালী পণ্ডিত" বলে প্রশংসা করেন। হিজবুল্লাহর মহান এই নেতা নিপীড়ক ও দখলদার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধের ধারাকে স্থিতিশীল ও বিকাশে অতুলনীয় ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করেন আব্বাস আরাকচি।

গত শুক্রবার সন্ধ্যায় ইহুদিবাদী ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর মহাসচিব শহীদ হন।  

ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরকার ও জনগণের পক্ষ থেকে লেবাননের জাতি ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। হাসান নাসরুল্লাহর শাহাদাতে লেবানন, মধ্যপ্রাচ্য ও বিশ্বের মুক্তিকামী জনগণ বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি।  

তিনি এই হত্যাকাণ্ডকে "কাপুরুষ" এবং "পশুবাদী" যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেন যার মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন ঘটেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯

 

ট্যাগ