লেবাননে ইসরাইলি হামলায় ইরানি সামরিক উপদেষ্টা ও হিজবুল্লাহর আরেক নেতা শহীদ
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়াতে দখলদার ইসরাইলি হামলায় ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফুরুশান শহীদ হয়েছেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ দপ্তর ঘোষণা করেছে, গত শুক্রবার সন্ধ্যায় ইসরাইলের সন্ত্রাসী হামলায় তাদের গৌরবময় জেনারেল আব্বাস নিলফুরুশান শাহাদাৎবরণ করেছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র এই কর্মকর্তা সামরিক উপদেষ্টা হিসেবে লেবাননে গিয়েছিলেন। অভিজ্ঞ এই কর্মকর্তা ইরান-ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন। এরপর তিনি নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিল লেবাননের হিজবুল্লাহ। দখলদার ইসরাইলি বাহিনী গত সোমবার থেকে লেবাননেও তাদের অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুক্রবার বৈরুতের দক্ষিণে দাহিয়াতে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে শহীদ করেছে।
এদিকে, শনিবার বৈরুতের দক্ষিণে ইসরাইলের অব্যাহত বোমা হামলায় হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান নাবিল কাউক শহীদ হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরাইলের গত এক সপ্তাহের সন্ত্রাসী হামলায় সাতশ'র বেশি মানুষ শহীদ এবং দুই হাজার ছয়শ'র বেশি আহত হয়েছেন।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন