বর্বর বিমান হামলা সত্ত্বেও ইসরাইলি যুদ্ধ-মেশিনগুলো ঢুকতে পারেনি লেবানন 
(last modified Fri, 01 Nov 2024 11:22:17 GMT )
নভেম্বর ০১, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • বর্বর বিমান হামলা সত্ত্বেও ইসরাইলি যুদ্ধ-মেশিনগুলো ঢুকতে পারেনি লেবানন 

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, মার্কিন সমর্থন নিয়ে বর্বর বিমান হামলা চালানো সত্ত্বেও লেবাননে প্রবেশ করতে পারেনি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ-মেশিনগুলো। 

গতকাল (বৃহস্পতিবার) টেলিভিশন ভাষণে তিনি বলেন, "লেবাননে স্থল হামলার ক্ষেত্রে ইসরাইলি বাহিনী উভয়সংকটে পড়েছে। তারা এরইমধ্যে লেবাননে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।" হুথি নেতা বলেন, ইহুদিবাদীদের যুদ্ধ-মেশিনগুলো স্থল আগ্রাসনে তাদের সত্যিকারের অবস্থা দেখিয়েছে। 

গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের সামরিক অবস্থান ও কয়েকটি অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে যেসব হামলা চালিয়েছে তার প্রশংসা করেন আব্দুল মালিক আল-হুথি। তিনি বলেন, হিজবুল্লাহর হামলার ভয়ে এখন উত্তর ইসরাইল ও হাইফা অঞ্চলের বসতি স্থাপনকারীরা বেশিরভাগ সময় আশ্রয়কেন্দ্রে কাটাচ্ছে।

এদিকে, হিজবুল্লাহ আন্দোলনের মহাসচিব হিসেবে শেখ নাঈম কাসেমের মনোনয়নকে অভিনন্দন জানিয়েছেন আনসারুল্লাহ প্রধান। তিনি বলেন, ইয়েমেনে পক্ষ থেকে আমরা শেখ নাঈম কাসেম এবং আমাদের ভাইদের পাশে দাঁড়াবো।”#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১

ট্যাগ