হাসান নাসরুল্লাহকে হত্যার অনুশোচনামূলক জবাব দিতে হবে: ইরানের সংসদ
(last modified Sun, 29 Sep 2024 13:03:56 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১৯:০৩ Asia/Dhaka
  • হাসান নাসরুল্লাহকে হত্যার অনুশোচনামূলক জবাব দিতে হবে: ইরানের সংসদ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে সংসদ সদস্যরা ফিলিস্তিন ও লেবাননের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ইরানের সংসদ সদস্যরা আজকের বিবৃতিতে বলেছেন- ইহুদিবাদী ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশ হচ্ছে বিশ্বের অশুভ অক্ষ। ইহুদিবাদী ইসরাইল নামক ক্যান্সারযুক্ত টিউমার ধ্বংস না হওয়া পর্যন্ত পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে না।  

ইরানের সংসদ সদস্যরা লেবাননের জনগণ ও হিজবুল্লাহকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছেন। তারা বলেছেন,  ইসলামী প্রজাতন্ত্র ও প্রতিরোধ ফ্রন্ট হিজবুল্লাহর পাশে থেকে দৃঢ়ভাবে লেবাননের ভূখণ্ড ও প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী কাঠামো রক্ষায় কাজ করবে।

একইসঙ্গে তারা জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকার সমালোচনা করে বলেছেন, নিঃসন্দেহে প্রতিরোধের পথ নিঃশেষ হবে না এবং হিজবুল্লাহ নতুন মহাসচিব বেছে নেওয়ার মাধ্যমে ইসরাইলের শাসক চক্রকে নিশ্চিহ্ন করার কাজ আরও বেশি শক্তি ও সামর্থ্য দিয়ে অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ