ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ২ দিনে ১৪ চিকিৎসক নিহত
(last modified Mon, 30 Sep 2024 05:26:02 GMT )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১১:২৬ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ২ দিনে ১৪ চিকিৎসক নিহত

লেবাননে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় এক ডজনেরও বেশি চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (রোববার) একথা ঘোষণা করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণ, পূর্ব এবং বৈরুতে দুই দিনের তীব্র বোমাবর্ষণে ১৪ প্যারামেডিক নিহত হয়েছেন। এসব হামলায় হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহকে শহীদ করা হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "চিকিৎসা কেন্দ্রগুলোতে ইসরাইলি শত্রুদের বারবার হামলার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানানো হচ্ছে। প্যারামেডিকরা কোনো সংঘাতে অংশ না নিলেও তাদের ওপর হামলা চালাচ্ছে বর্বর ইসরাইল।"

বিবৃতিতে আরো বলা হয়েছে, “ইসরাইলি দখলদার বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে প্যারামেডিক এবং স্বাস্থ্যকেন্দ্রে তাদের আক্রমণ জোরদার করেছে। এই সিরিজ আক্রমণের ফলে দুই দিনে ১৪ জন প্যারামেডিকের মৃত্যু হয়েছে।”

স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইসরাইলি শত্রুদের বারবার আক্রমণ আন্তর্জাতিক আইন এবং নিয়মকানুন বিশেষ করে জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন। ইসরাইলের এই ক্রমবর্ধমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কী দায়িত্ব পালন করছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এই বিবৃতিতে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩০

ট্যাগ