বিজেপিতে যোগ দিলেন সাড়ে চার দশক পুরনো নেতা রবি রাজা
(last modified Fri, 01 Nov 2024 09:52:19 GMT )
নভেম্বর ০১, ২০২৪ ১৫:৫২ Asia/Dhaka
  • বিজেপিতে যোগ দিলেন সাড়ে চার দশক পুরনো নেতা রবি রাজা

ভারতের মহারাষ্ট্রে আসন্ন ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রায় সাড়ে ৪ দশকের পুরনো নেতা রবি রাজা। দলের প্রার্থীতার টিকিট পাননি বলেই তিনি দল ছেড়েছেন। মুম্বই কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। ফলে কংগ্রেস বড় রকমের ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকমহল।

বৃহস্পতিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রধান দেবেন্দ্র ফড়ণবিস এবং মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন রবি।

মহারাষ্ট্রের নির্বাচনের ভোট যুদ্ধে কংগ্রেস-বিজেপি মুখোমুখি অবস্থানে। রাজ্যের মোট ৭৩ টি আসনে দুই দলের মধ্যে সরাসরি লড়াই হবে। এর মধ্যে মুম্বইয়েরও বেশ কয়েকটি আসন রয়েছে। আর সেই আসনগুলিতে বড় ফ্যাক্টর হয়ে যেতে পারেন রবি রাজা।

বিএমসির পাঁচবারের কাউন্সিলর রবি প্রায় ৪৪ বছর কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। অনেকে তাকে মুম্বই রাজনীতির এনসাইক্লোপিডিয়া বলেন। সেকারণেই তার বিজেপিতে যোগ বড় ধাক্কা হতে পারে কংগ্রেসের জন্য।

কংগ্রেস ছাড়ার পর বর্ষীয়ান নেতা রবির অভিযোগ, যোগ্যতার ভিত্তিতে প্রার্থীতা বাছাই করা হয়নি। যদি সেভাবে করা হতো তাহলে এবার তারা প্রার্থীতা প্রাপ্য ছিল। তাছাড়া শিব সেনার উদ্ধব শিবিরের সঙ্গে কংগ্রেসের জোটও মানতে পারছেন না তিনি।

উল্লেখ্য, মহারাষ্ট্রের ২৮৮ আসনের ভোটগ্রহণ আগামী ২০ নভেম্বর। ভোটগণনা ২৩ নভেম্বর। ২৮৮ আসনের মধ্যে বিজেপি লড়ছে দেড়শোর বেশি আসনে। কংগ্রেস লড়ছে ১০২ আসনে।#

পার্সটুডে/জিএআর/১

ট্যাগ