সুপ্রিম কোর্টে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার ৫ম বারের শুনানি
(last modified Mon, 30 Sep 2024 06:36:48 GMT )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১২:৩৬ Asia/Dhaka
  • সুপ্রিম কোর্টে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার ৫ম বারের শুনানি

ভারতের সুপ্রিম কোর্টে আজ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার মামলার পঞ্চমবারের শুনানি হতে যাচ্ছে।

আজ(সোমবার) প্রায় দু'সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে উঠছে আরজি করে ধর্ষণ ও খুনের মামলা। আরজি কর মামলার পঞ্চম শুনানিতে প্রশ্ন উঠতে পারে তদন্ত কোন পর্যায়ে, নতুন কিছু পাওয়া গলে কি না?  

সুপ্রিম কোর্ট সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ ১ নম্বর কোর্টে মামলাটির শুনানি হবে। আদালতের পূর্ব নির্দেশ মতো মামলায় যুক্ত বিভিন্ন পক্ষ বক্তব্য জমা দিয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত ৪৪টি পক্ষ রয়েছে। তাদের হয়ে দাঁড়িয়েছেন ২০০-র বেশি আইনজীবী।

গত শুনানিতে সিবিআই তদন্তে বিস্ময় প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, তদন্তের অগ্রগতির রিপোর্ট বলছে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, সিবিআইয়ের রিপোর্ট দেখে আমরা বিচলিত। তদন্তের দিশা স্পষ্ট করতে সিবিআইকে আরও সময় দেওয়া প্রয়োজন। শীর্ষ আদালতের ওই মন্তব্যের পর ১২ দিন অতিবাহিত হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর সিবিআইকে একটি চিঠি দিয়েছিলেন নির্যাতিতার বাবা। সেখানে তিনি তদন্ত সম্পর্কিত বেশ কিছু বিষয় তুলে ধরেন। শীর্ষ আদালত ওই বিষয়গুলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খতিয়ে দেখার নির্দেশ দেয়। গত শুনানিতে সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করবেন ওই তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিকেরা। তাঁর উদ্বেগের বিষয়গুলি বিবেচনা করা হবে। সেই মতো সিবিআই কী পদক্ষেপ গ্রহণ করেছে আজ সুপ্রিম কোর্টকে তা জানানোর কথা।

গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ ছিল, উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম ও ছবি সরিয়ে ফেলতে হবে। ভারতীয় আইন অনুযায়ী নির্যাতিতার নাম ও ছবি প্রকাশে বাধা রয়েছে।

রাজ্যকে শীর্ষ আদালত বলেছিল, আগামী দু’সপ্তাহের মধ্যে জেলাশাসক, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সিনিয়র বা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে হাসপাতালে বিশ্রাম কক্ষ, শৌচাগার এবং সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে, জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দিলেও প্রতিবাদ, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের সমস্ত দাবি এখনও মানা হয়নি বলে অভিযোগ। এমতাবস্থায় সুপ্রিম কোর্টে রাজ্য কী অবস্থান নেয় তা দেখার বিষয়।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার ৫০ দিন পার হয়েছে। ন্যায়বিচারের দাবিতে নানা জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ চলছে। বিচারের আশায় পথে নামছেন মানুষ। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সে দিকে তাকিয়ে রাজ্য তথা দেশবাসী।#

পার্সটুডে/জিএআর/৩০

ট্যাগ