বৈরুতের কেন্দ্রস্থলে ইসরাইলি হামলা; পিএফএলপি’র ৩ কমান্ডার শহীদ
(last modified Mon, 30 Sep 2024 11:22:13 GMT )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের বাইরে লেবাননের সেনাবাহিনী
    বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের বাইরে লেবাননের সেনাবাহিনী

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি’র অন্তত তিনজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন। গত মধ্যরাতের পর বৈরুতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলা চালায় ইসরাইল। 

২০০৬ সালের পর এই প্রথম লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে ইসরাইল বিমান হামলা চালালো। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে- কোলা মহল্লায় অবস্থিত ওই ভবনে হামলার পর ভবনের আংশিক গুঁড়িয়ে গেছে। 

ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনটি নিহতদের শনাক্ত করে জানিয়েছে, রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আবেদ আল-আল, লেবাননে সামরিক কমান্ডের প্রধান ইমাদ ওদেহ এবং আবদুর রহমান আবেদ আল-আল এই হামলায় শহীদ হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে লেবাননের সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা বলেছেন, বিমান হামলায় ১৬ জন আহত হয়েছেন।

পিএফএলপি মার্কসবাদী-লেনিনবাদী এবং আরব জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর জন্য একটি জোট হিসেবে কাজ করে। ১৯৬৭ সালে জর্জ হাবাশ এই সংগঠন প্রতিষ্ঠা করেন।

এর সামরিক শাখা আবু আলী মুস্তাফা ব্রিগেড নামে পরিচিত যারা গাজা উপত্যকায় সক্রিয় রয়েছে এবং হামাসের পাশে থেকে লড়াই করছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০

 

 

ট্যাগ