ইসরাইলকে ইরানি সেনা কমান্ডারের হুঁশিয়ারি
‘নাসরুল্লাহ হত্যাকাণ্ডের জবাব হবে, ইরান ও প্রতিরোধকামীদের জন্য অপেক্ষা কর’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে ইরান এবং আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো। তিনি এজন্য ইহুদিবাদী ইসরাইলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর রক্ত অবশ্যই ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সরকার এবং তার প্রভুদের ধ্বংস করবে।” আজ (সোমবার) তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
জেনারেল মুসাভি বলেন, “দখলদাররা বস্তুবাদী ভুল চিন্তা থেকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার পদক্ষেপ নিয়েছে যার মধ্যদিয়ে তারা সফল হবে বলে ধারণা করেছে। কিন্তু বস্তুতপক্ষে তারা তাদের নিজেদের কবর খুঁড়েছে, আজকে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।”
ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার বলেন, “আমাদের অভিজ্ঞতা হচ্ছে যখন কোনো শহীদের রক্ত ঝরে তখন তা জীবিত ব্যক্তির চেয়ে হাজারগুণ শক্তিশালী হয়ে ওঠে।” তিনি বলেন, হিজবুল্লাহ আগের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে।
গত শুক্রবার ইহুদিবাদী ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০