লেবাননে স্থল অভিযান শুরুর দাবি ইসরাইলি বাহিনীর
(last modified Tue, 01 Oct 2024 04:03:06 GMT )
অক্টোবর ০১, ২০২৪ ১০:০৩ Asia/Dhaka
  • ইসরাইলি ট্যাংক (ফাইল ছবি)
    ইসরাইলি ট্যাংক (ফাইল ছবি)

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী লেবাননের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করার দাবি করেছে। ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি সীমান্তের নিকটবর্তী এলাকায় হিজবুল্লাহর অবস্থানগুলোতে হামলা চালাতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনী ও গোলন্দাজ ইউনিটের ছত্রছায়ায় ইহুদিবাদী বাহিনীর স্থল অভিযান চলছে। লেবাননের অভ্যন্তরে এই আগ্রাসনের ব্যাপারে ইসরাইলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন, উত্তর ইসরাইলের অধিবাসীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য এই স্থল অভিযান চালানো হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননের হিজবুল্লাহর রকেট হামলার কারণে উত্তর ইসরাইলের বহু অবৈধ বসতি ছেড়ে হাজার হাজার ইহুদিবাদী দক্ষিণ দিকে চলে গেছে। তাদের পক্ষে প্রায় এক বছর ধরে নিজ ঘরবাড়িতে ফেরার সুযোগ হয়নি।

এদিকে ইসরাইলি বাহিনী সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে উত্তর ইসরাইলের মাতালা, মাসগাফ আম ও কাফার গিলাডি এলাকার সকল ইহুদি বসতিকে সামরিকভাবে নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা করা হলো। ওইসব এলাকায় ইহুদিবাদীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

কোনো কোনো ইসরাইলি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহার সঙ্গে ব্যাপক মাত্রায় সংঘাতের আশঙ্কায় দখলদার সেনারা উত্তর ইসরাইলের বসতিগুলো থেকে ইহুদিবাদীদেরকে অন্যত্র সরিয়ে নিচ্ছে।

গত শুক্রবার বিকেলে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরাইলি সেনাদের ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা তুঙ্গে উঠেছে।  ইহুদিবাদী বাহিনী হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক মাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ প্রত্যয় ব্যক্ত করে বলেছে, সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের কারণে ইসরাইলবিরোধী প্রতিরোধ যুদ্ধ বন্ধ হবে না। #

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ