প্রথমবারের মতো ইসরাইলে ‘নূর’ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল হিজবুল্লাহ
(last modified Tue, 01 Oct 2024 08:55:58 GMT )
অক্টোবর ০১, ২০২৪ ১৪:৫৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহর নুর নামক ক্ষেপণাস্ত্র
    হিজবুল্লাহর নুর নামক ক্ষেপণাস্ত্র

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে।

এর অংশ হিসেবে গতকাল (সোমবার) সন্ধ্যায় হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো নূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলের উত্তরাঞ্চলের কাফ্‌র গিলাদ গ্রামে হামলা চালায়।

ইসরাইলের বর্বর সেনারা লেবাননের শহর, গ্রাম এবং বেসামরিক অবস্থানগুলোতে একের পর এক যে নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে, তার জবাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, নূর ক্ষেপণাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 

এদিকে, গত কয়েক ঘন্টায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার সম্মানিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য আজ (মঙ্গলবার) ইসরাইলের উত্তরাঞ্চলের স্টুলা বসতিতে দখলদার সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়। 

এদিকে, ইসরাইলের নাকুরা সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ফাদি-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, ইসরাইলের সাফেদ শহরেও হিজবুল্লাহ ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা "জাওরা" আর্টিলারি অবস্থানে ইসরাইলি সেনাদের একটি সমাবেশে রকেট দিয়ে আঘাত করে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ