জানিয়েছেন আব্বাস আরাকচি
ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার সময় আমেরিকাকে সতর্ক করেছিল ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গতরাতে ক্ষেপণাস্ত্র হামলার সময় তাতে কোনো রকমের হস্তক্ষেপ না করার বিষয়ে আমেরিকাকে সতর্ক করা হয়েছিল। একই সাথে ইসরাইল যদি পাল্টা পদক্ষেপ নেয় তাহলে দখলদার এই শক্তি এবং তার সমর্থকদেরকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
আজ (বুধবার) একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আব্বাস আরাকচি। গতকালের ওই হামলায় ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার শতকরা ৯০ ভাগ কাঙ্খিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন, ইসরাইলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে বাইডেন প্রশাসন দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, জটিল সময়ে ইসরাইলের জনগণের পাশে থাকবে আমেরিকা।
এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেন, “প্রতিশোধমূলক হামলার পর সুইজারল্যান্ডের মাধ্যমে ইরান আমেরিকাকে এই বার্তা দিয়েছিল যে, আমাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা এমন হামলা চালানোর অধিকার রাখি তবে এই হামলা আমরা অব্যাহত রাখতে চাই না। আমরা আমেরিকাকে সতর্ক করে এও বলেছি যে আমেরিকা যেন পিছু হটে এবং এ বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ না করে।”
আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্যই ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চলিয়েছে এবং তেহরান মনে করে প্রচণ্ড উত্তেজনার মাঝে ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে এই হামলা ভূমিকা রাখবে।
আব্বাস আরাকচি আরো বলেন, “আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। সংঘাতের একটা সম্ভাবনা বা আশঙ্কা আছে কিন্তু আমাদের সেনারা সম্পূর্ণভাবে প্রস্তুত। গতরাতে আমরা শুধুমাত্র ইসরাইলের সামরিক ও নিরাপত্তা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে, আমরা ইসরাইলের মতো বেসামরিক অবস্থানে হামলা করিনি। আশা করি আগামী দিনগুলোতে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে।”
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২