ইসরাইল প্রবাসী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের
https://parstoday.ir/bn/news/event-i142260
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই ইসরাইলে থাকা ভারতীয়দের সতর্ক করল দেশটির দূতাবাস। ‘প্রোটোকল’ মেনে চলার বার্তা দিল তারা। তেলআবিবে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইসরাইলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০২, ২০২৪ ১৮:৩৯ Asia/Dhaka
  • ইসরাইল প্রবাসী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই ইসরাইলে থাকা ভারতীয়দের সতর্ক করল দেশটির দূতাবাস। ‘প্রোটোকল’ মেনে চলার বার্তা দিল তারা। তেলআবিবে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইসরাইলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাত থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। ইরান-ইসরাইলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের চলাচল সীমিত করার পরামর্শ দিয়েছে দূতাবাস। জানানো হয়েছে, প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করার। পরিস্থিতির উপর নজর রয়েছে দূতাবাসের। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।

উল্লেখ্য, দখলদার ইসরাইলের সাথে নানান ক্ষেত্রে ভারতের সহযোগিতা ও সম্পর্ক রয়েছে।#

পার্সটুডে/জিএআর/২