হিজবুল্লাহর হামলায় প্রথম দিনেই ইসরাইলের অন্তত ৮ সেনা নিহত
(last modified Thu, 03 Oct 2024 05:25:37 GMT )
অক্টোবর ০৩, ২০২৪ ১১:২৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহর হামলায় প্রথম দিনেই ইসরাইলের অন্তত ৮ সেনা নিহত

লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে প্রথম দিনেই হিজবুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ প্রতিরোধমুলক হামলার শিকার হয়ে ইহুদিবাদী ইসরাইলের আট সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক সেনা। আলাদা দুটি হামলায় হতাহত এসব সেনার সবাই কমান্ডো ইউনিটের সদস্য।  

নিহত সেনাদের মধ্যে তিনজন ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার। এই বিপর্যয় থেকে রক্ষার জন্য ইসরাইল লেবাননে বিমান ও ড্রোন হামলা চালায়। হতাহত সেনাদের উদ্ধারের জন্য ইসরাইল দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হেলিকপ্টার পাঠায়। আহত অনেক সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মজার বিষয় হচ্ছে- ইসরাইলি গণমাধ্যম নিহত সেনার সংখ্যা আট জন বলে উল্লেখ করলেও আহতদের কথা পরিষ্কার করে বলেনি। ইসরাইলি সেনাদের এই বিপর্যয়ে আরো চাপের মুখে পড়লেন যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু।  

গতকালই (বুধবার) নেতানিয়াহু হতাহত সেনাদের পরিবারকে শোক সমবেদনা জানিয়ে প্রকাশ্য বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন, "আমরা দক্ষিণে আমাদের জিম্মিদের উদ্ধার করব, আমরা উত্তরে আমাদের বাসিন্দাদের ফিরিয়ে আনব, আমরা ইসরাইলের অনন্তকালের গ্যারান্টি দেব।"

তবে তার এই শোকবাণী ও বিবৃতি ইসরাইলি সেনা পরিবারগুলোর কাছে সান্ত্বনার চেয়ে ক্ষোভের কারণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। কারণ ইসরাইলের বেশিরভাগ ইহুদি বসতিস্থাপনকারী বলে আসছে, নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য এই অনাকাঙ্ক্ষিত গণহত্যা চালাচ্ছে এবং লেবাননে আগ্রাসনের বিস্তার ঘটিয়েছে। এছাড়া, গাজা থেকে বন্দীদের উদ্ধারের বিষয়ে নেতানিয়াহু এ পর্যন্ত যতই বাগাড়ম্বর করুক না কেন ইসরাইলি সেনারা সফল হতে পারেনি। ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ এখন তুঙ্গে রয়েছে। নেতানিয়াহুর ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য এই যুদ্ধ চালানো হচ্ছে বলে সেনা পরিবারগুলোর বেশিরভাগ সদস্য মনে করে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ