“ইসরাইল স্বীকার করছে ‘কিছু’ ইরানি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে”
(last modified Thu, 03 Oct 2024 06:20:57 GMT )
অক্টোবর ০৩, ২০২৪ ১২:২০ Asia/Dhaka
  • “ইসরাইল স্বীকার করছে ‘কিছু’ ইরানি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে”

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে, মঙ্গলবার দিবাগত রাতে যে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের ওপর ইরান হামলা চালিয়েছে তার কিছু ক্ষেপণাস্ত্র তাদের বিমান ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে।

ইসরাইল দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ঘাঁটিগুলোর অফিস ও রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কোন গুরুত্বপূর্ণ স্থাপনা বা বিমান, ড্রোন ও গোলাবারুদ ধ্বংস হয়নি। ইসরাইল প্রথম দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ইরানের হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করে। কিন্তু দ্বিতীয় দিনে বিমানঘাঁটিগুলোতে আঘাতের কথা স্বীকার করলে।

মঙ্গলবার রাতের হামলায় ইরান ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও ইসরাইল দাবি করছে এগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল না। অবশ্য ইসরাইলি বাহিনী স্বীকার করেছে, ইসরাইলের উপর ইরান ‘ব্যাপকভাবে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

ইসরাইলি বাহিনী হাস্যকরভাবে দাবি করছে, ইরানের ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে শুধুমাত্র দুজন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছে। 

ইসলামী প্রজাতন্ত্র ইরান এই হামলা চালানোর পর পরিষ্কার করে জানিয়েছে যে, তারা কোন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেনি বরং ইসরাইলের সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান আরো জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র নেভাটিম, তেল নফ ও নেটজারিম বিমান ঘাঁটিসহ মোসাদের সদর দপ্তরের কাছে আঘাত হানে। সেক্ষেত্রে তেল আবিবে শুধুমাত্র দুইজন বেসামরিক ব্যক্তি কিভাবে আহত হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে- ইসরাইলের রাজধানীসহ বিভিন্ন শহরের উপর বৃষ্টির মতো ইরানি ক্ষেপণাস্ত্র পড়ছে। কিন্তু সেসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দখলদাররা যে দাবি করছে তাও হাস্যকর দাবি। বর্বর ইসরাইলি সেনা ও বেসরকারি কর্মকর্তাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, তারা ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র গোপন করার চেষ্টা করছে। ইসরাইলি গণমাধ্যম ইরানের একটি ক্ষেপণাস্ত্র ফাঁকা মাঠে আঘাত হানার ছবি দেখাচ্ছে কিন্তু বিমান ঘাঁটিতে আঘাতের ফলে কী প্রভাব পড়েছে সেসব ছবি দেখাচ্ছে না। ইরান বলেছে, তাদের হামলার শতকরা ৯০ ভাগ সফল।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ