'সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতে ইসরাইল বিরোধী সংগ্রাম থামবে না'
(last modified Thu, 03 Oct 2024 12:40:51 GMT )
অক্টোবর ০৩, ২০২৪ ১৮:৪০ Asia/Dhaka
  • আহত শিশুর মাথায় চুমু খাচ্ছেন সর্বোচ্চ নেতার এক ছেলে
    আহত শিশুর মাথায় চুমু খাচ্ছেন সর্বোচ্চ নেতার এক ছেলে

দখলদার ইসরাইলের হামলায় আহত লেবাননিদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কয়েক জন সন্তান। আহতদের মধ্যে লেবাননের কয়েক জন সাধারণ নাগরিক ছাড়াও ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা রয়েছেন।    

লেবাননের সাম্প্রতিক হামলায় আহত এসব ব্যক্তি বিভিন্ন বয়সের, তাদের মধ্যে রয়েছে নবজাতক ও শিশু-কিশোরেরাও। তারা চিকিৎসার জন্য লেবানন থেকে ইরানে এসেছেন। আহতদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার সালাম ও সহমর্মিতা পৌঁছে দিয়েছেন তাঁর সন্তানেরা। আহতরা শারীরিক ব্যথা ও কষ্টের মধ্যে থাকলেও সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের দেখে অত্যন্ত খুশি হন এবং সেখানে আধ্যাত্মিক ও আত্মিক পরিবেশ তৈরি হয়।

আয়াতুল্লাহ খামেনেয়ীর সন্তানেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহত প্রতিরোধ সংগ্রামীদের কাছে সর্বোচ্চ নেতার পাঠানো একটি বার্তা পৌঁছে দেন।

আহত প্রতিরোধ সংগ্রামীরা হিজবুল্লাহর মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর রেখে যাওয়া পথ ধরে চলা অব্যাহত রাখার ওপর জোর দেওয়ার পাশাপাশি এই অঞ্চলে ইহুদিবাদ বিরোধী প্রতিরোধকে সমর্থন করার জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানান এবং ইরানের প্রচেষ্টার প্রশংসা করেন। তারা ইরানি ডাক্তার ও নার্সদের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

শারীরিক দিক থেকে তারা আহত হলেও মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে তাদের মনোবল ও প্রস্তুতি উল্লেখ করার মতো। তারা ইরানের সর্বোচ্চ নেতার কাছে সালাম পৌঁছে দেওয়ার এবং প্রতিরোধ ফ্রন্টের বিজয়ের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন। তারা তাদের মৌখিক বার্তায় আয়াতুল্লাহ খামেনেয়ীকে এই বলে আশ্বস্ত করেছেন যে, নানা তিক্ত ঘটনা এমনকি সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাত সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পবিত্র সংগ্রাম থেমে যাবে না, এই সংগ্রাম অব্যাহত থাকবে।

তেহরানে চিকিৎসারত লেবাননি প্রতিরোধ সংগ্রামীরা জোর দিয়ে বলেন, তারা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মতো প্রিয় ব্যক্তিত্বকে হারালেও লেবাননের ইসলামী প্রতিরোধের আধ্যাত্মিক পিতা হিসেবে আয়াতুল্লাহ খামেনেয়ীর ছায়া এখনও তাদের ওপর আছে এবং তাঁর নেতৃত্বে ও নির্দেশনায় সংগ্রাম অব্যাহত থাকবে।

আহতদের সঙ্গে কথোপকথন এতটাই আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যে, অনেকেই তাতে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় সর্বোচ্চ নেতার সন্তানেরা জোর দিয়ে বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগ্রামীদের পবিত্র সংগ্রাম কেবল ইরানিদের জন্যই গর্বের নয় বরং বিশ্বের সমস্ত মুসলমানের জন্যও গর্বের উৎস। এই সংগ্রাম এবং এর সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া সকল মুসলমানের কর্তব্য।  সর্বোচ্চ নেতার সন্তানেরা আল্লাহর পথে জিহাদের প্রশংসা করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সবাই চিকিৎসা শেষে দেশে ফিরে যেতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

এ সময় ইসলামী বিপ্লবের নেতার পক্ষ থেকে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদেরকে পবিত্র কুরআন এবং আয়াতুল্লাহ খামেনেয়ীর একটা বিশেষ বার্তাসহ আধ্যাত্মিক উপহার সামগ্রী দেওয়া হয়।

আহত প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশে ‌লেখা সর্বোচ্চ নেতার বার্তাটির বাংলা অনুবাদ তুলে ধরা হলো:

বিসমিল্লাহির রহমানির রহিম

আমার প্রিয়জনেরা!

আপনারা ঐশী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আপনাদের ধৈর্য ও দৃঢ়তা শ্রেষ্ঠ জিহাদগুলোর একটি।

সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনাদের নিরাময়, সুস্থতা এবং উত্তম পরিণতির জন্য দোয়া করছি।

 

সাইয়্যেদ আলী খামেনেয়ী

৩০ সেপ্টেম্বর ২০২৪

 

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ