ইরানি হামলার ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্টিংয়ে সেন্সর আরোপ করল ইসরাইল
(last modified Thu, 03 Oct 2024 13:22:42 GMT )
অক্টোবর ০৩, ২০২৪ ১৯:২২ Asia/Dhaka
  • ইরানি হামলার ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্টিংয়ে সেন্সর আরোপ করল ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল তার সামরিক স্থাপনাগুলো বন্ধ করে দিয়েছে এবং অধিকৃত ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব সম্পর্কে যেকোনো তথ্য প্রকাশে সেন্সর আরোপ করেছে। 

মিডল ইস্ট আই নিউজ পোর্টাল আজ (বুধবার) জানিয়েছে, ইসরাইলের সেন্সরশিপের কারণে ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে।

মিডল ইস্ট আই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, "ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরুর পর ভিডিও ফুটেজে দেখা যায়- এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এরপর ইসরাইল বেশ কয়েকটি সামরিক অঞ্চল বন্ধ করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত করেছে সে সম্পর্কে প্রতিবেদন প্রকাশে বাধা দিচ্ছে। 

মঙ্গলবার সন্ধ্যায় চালানো হামলা সম্পর্কে ইসরাইল দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, তবে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দখলকৃত অঞ্চলের ভিতরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়েছে এবং তা বিস্ফোরিত হয়। অভিযানের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অন্যতম ছিল ইসরাইলের নেভাটিম বিমান ঘাঁটি যেখানে এফ-৩৫ যুদ্ধবিমান থাকে। এ বিমানঘাঁটিতে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩

ট্যাগ