নতুন করে ইসরাইলি বিমান হামলা
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে ৩৭ জন নিহত, আহত ১৫০
লেবাননের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩৭ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরাইল বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় বেশ কয়েক দফা বিমান হামলা চালায়। ইহুদিবাদীরা তাদের সর্বশেষ হামলায় শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করেছে যার সংখ্যা ছিল এক ডজনেরও বেশি। বেশ কিছু বেসামরিক ভবনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এ সম্পর্কিত খবরে ইঙ্গিত দেয়া হয়েছে যে, গত শুক্রবার হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে শহীদ করার জন্য দখলদার বাহিনী যে বোমা ব্যবহার করেছিল তার তুলনায় সর্বশেষ হামলায় বেশি বোমা ব্যবহার করা হয়েছে। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশেও হামলা হয়েছে।
ইসরাইলের হামলায় হিজবুল্লাহর মিডিয়া রিলেশন্স অফিস এবং বৈরুত বিমানবন্দরের কাছে একটি গুদামসহ আরো বেশ কয়েকটি স্থান লক্ষ্যবস্তু করা হয়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন