সিরিয়া ও প্রতিরোধ ফ্রন্টকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i142354-সিরিয়া_ও_প্রতিরোধ_ফ্রন্টকে_পূর্ণ_সমর্থন_দিয়ে_যাবে_ইরান_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ ইসরাইলি দখলদারিত্ব ও একের পর এক যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খোলার মোকাবিলায় সিরিয়া ও প্রতিরোধ ফ্রন্টকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০৬, ২০২৪ ০৯:৫৭ Asia/Dhaka
  • বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে সাইয়্যেদ আব্বাস আরাকচি
    বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ ইসরাইলি দখলদারিত্ব ও একের পর এক যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খোলার মোকাবিলায় সিরিয়া ও প্রতিরোধ ফ্রন্টকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।

গতকাল (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ সমর্থনের কথা ঘোষণা করেন। আঞ্চলিক দেশগুলোতে গুরুত্বপূর্ণ সফরের দ্বিতীয় দিনে তিনি শনিবার বৈরুত থেকে দামেস্কে পৌঁছান।

আরাকচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক দেশগুলোর জাতীয় নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করার যে নীতি ইরান নিয়েছে তারই অংশ হিসেবে এ সমর্থন দেবে তেহরান।

সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় নির্যাতিত ফিলিস্তিনি জাতিকে সার্বিক সহযোগিতা করার জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইহুদিবাদী ইসরাইলের হঠকারিতা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

বাশার আল-আসাদ বলেন, যেকোনো ধরনের আগ্রাসন, দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেকোনো দেশের বৈধ অধিকার।

তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের গত মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, ওই হামলা ছিল প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে তেল আবিবের জন্য একটি বড় শিক্ষা।

হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরুশনকে হত্যা এবং গাজা ও লেবাননসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে গত মঙ্গলবার রাতে ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব হামলায় ওই ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়; যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি তেল আবিব।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬