ইসরাইলের শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে দিয়েছে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’
(last modified Mon, 07 Oct 2024 06:56:38 GMT )
অক্টোবর ০৭, ২০২৪ ১২:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলের শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে দিয়েছে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে যে ‘অপারেশন আল আকসা স্টর্ম’ পরিচালনা করা হয়েছিল তাতে দখলদার শক্তির শ্রেষ্ঠত্বের মোহ ভঙ্গ হয়েছে। 

হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র সদস্য খলিল আল-হাইয়া ৭ অক্টোবর অভিযানের বার্ষিকী উপলক্ষে গতকাল (রোববার) এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, এই অভিযানের মধ্য দিয়ে ফিলিস্তিনের যোদ্ধারা বীরত্বগাঁথা রচনা করেছেন যা ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। 

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একদম পরিষ্কার, আমরা আমাদের ভূমি এবং পবিত্র স্থানগুলোর সম্পূর্ণ স্বাধীনতা চাই। আমরা চাই ফিলিস্তিনের সার্বভৌমত্ব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং যে সমস্ত মানুষ উদ্বাস্তু হয়েছেন তাদেরকে মাতৃভূমিতে ফিরিয়ে আনতে চাই।”

গত বছরের ৭ অক্টোবর হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধারা গাজা থেকে ইসরাইলের ভেতরে অভিযান চালায়। এতে বহু সংখ্যক ইসরাইলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়। পাশাপাশি অন্তত ২৪০ জন ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে যায়।

এরপর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। 

এ প্রসঙ্গে খলিল আল-হাইয়া বলেন, দখলদার ইসরাইল সরকার গায়ের জোরে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ফিলিস্তিনিদের চলমান লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এক বছর পরে এসে আমাদের জনগণ তাদের প্রতিরোধ, রক্ত এবং দৃঢ়তা দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে চলেছে।

টেলিভিশন সাক্ষাৎকারে খলিল আল-হাইয়া গাজার সংগ্রামে সরাসরি সহযোগিতা করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এসব দেশ থেকে ইহুদিবাদী ইসরাইলের গভীর অভ্যন্তরে যে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তাতে যুদ্ধের গতিপ্রকৃতি উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। 

সাক্ষাৎকারে তিনি বিশেষভাবে ইরানের অপারেশন ট্রু প্রমিজের কথা উল্লেখ করে বলেন, ইরানের হামলার কারণে যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে যাচ্ছে। খলিল আল-হাইয়া অন্য মুসলিম দেশগুলোকেও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৭

ট্যাগ