ইরানে হামলা থেকে বিরত থাকার বিনিময় ইসরাইলকে ক্ষতিপূরণ দিতে চায় আমেরিকা
(last modified Tue, 08 Oct 2024 09:12:05 GMT )
অক্টোবর ০৮, ২০২৪ ১৫:১২ Asia/Dhaka
  • ইরানে হামলা থেকে বিরত থাকার বিনিময় ইসরাইলকে ক্ষতিপূরণ দিতে চায় আমেরিকা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে ইহুদিবাদী ইসরাইলকে ক্ষতিপূরণ দিতে চাইছে আমেরিকা। ইহুদিবাদী ইসরাইলের টেলিভিশন চ্যানেল কান-ইলেভেন গতকাল (রোববার) এক প্রতিবেদনে এই দাবি করেছে বলে রাশিয়া টুডে জানিয়েছে।

গত মঙ্গলবার রাতে ইরান ইহুদিবাদী ইসরাইলের ওপর অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এই হামলাকে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বড় ভুল’ বলে উল্লেখ করেন। 

কান-ইলেভেন তার প্রতিবেদনে বলেছে, ইরানের ওপর হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে আমেরিকা ইসরাইলকে আরো বেশি কূটনৈতিক সুরক্ষা এবং অস্ত্র দিয়ে সমর্থন যোগানোর প্রস্তাব দিয়েছে। তবে ইসরাইল এতে রাজি হয়েছে কিনা তা জানা যায়নি।

এদিকে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে বলেছেন, সবকিছুই টেবিলে রয়েছে যার মধ্যে ইরানের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হবে তা অন্তর্ভুক্ত। ইসরাইল এর আগে বলেছে, ইরানের পরমাণু ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে ঘোষণা করেছিল। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের এই পরিকল্পনার সাথে দ্বিমত প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ