‘ইসরাইলি কারাগারে আমাকে সাংবাদিক নয়, শত্রু হিসেবে গণ্য করা হয়েছে’
(last modified Thu, 31 Oct 2024 09:01:35 GMT )
অক্টোবর ৩১, ২০২৪ ১৫:০১ Asia/Dhaka
  • ‘ইসরাইলি কারাগারে আমাকে সাংবাদিক নয়, শত্রু হিসেবে গণ্য করা হয়েছে’

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক একজন মার্কিন সাংবাদিক অভিযোগ করেছেন যে, তার সাথে সাংবাদিক হিসেবে নয় বরং শত্রু হিসেবে ব্যবহার করেছে ইহুদিবাদী ইসরাইল। প্রায় চারদিন নির্জন কারা কক্ষে রাখা হয় বলেও জানিয়েছেন এই সাংবাদিক। 

ইসলামী প্রজাতন্ত্র ইরান গত পহেলা অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাতে ঘাঁটিগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতির ভিডিও ফুটেজ প্রকাশ করেছিলেন জেরেমি লোফারডো। এই ভিডিও প্রকাশ করার পর ইসরাইলে তোলপাড় সৃষ্টি হয় এবং পশ্চিম তীর থেকে এই সাংবাদিককে আটক করে ইসরাইলি বাহিনী। কয়েকদিন আটক রাখার পর তাকে আমেরিকায় ফেরত পাঠায় তেল আবিব। 

কারাগার থেকে মুক্তির পর গ্রেজোন ওয়েবসাইটের সাংবাদিক জেরেমি ইরানের প্রেস টিভিকে সাক্ষাৎকার দেন। তাতে তিনি বলেন, তার বিরুদ্ধে ইসরাইল যুদ্ধকালে শত্রুর কাছে তথ্য পাচারের অভিযোগ আনে যাতে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে ২৫ বছর কারাদণ্ড হতে পারে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 

জেরেমি জানান, তাকে কারাগারে শত্রু হিসেবে বিবেচনা করা হয়েছে এবং পর্যাপ্ত খাদ্য এবং পানি দেয়া হয়নি।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ