দক্ষিণ লেবানন যুদ্ধে ইসরাইলের আরো এক সেনা নিহত 
https://parstoday.ir/bn/news/event-i142514
দক্ষিণ লেবানন সীমান্তে স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক রিজার্ভ সেনা নিহত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১০, ২০২৪ ১১:৪৪ Asia/Dhaka
  • দক্ষিণ লেবানন যুদ্ধে ইসরাইলের আরো এক সেনা নিহত 

দক্ষিণ লেবানন সীমান্তে স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক রিজার্ভ সেনা নিহত হয়েছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, নিহত সেনার নাম রনি গানিজেট এবং সে সার্জেন্ট মেজর পদমর্যাদার ছিল। ইসরাইলের দখলদার বাহিনী স্বীকার করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রনি গানিজেট মারা গেছে।

এই যুদ্ধের সময় একই ব্যাটালিয়নের আরেক রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তির কথা জানিয়েছে দখলদার সেনারা 

ইসরাইলের গণমাধ্যম ও সামরিক বাহিনী দাবি করছে, লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরাইলের ১২ জন সেনা নিহত হয়েছে। তবে হিজবুল্লাহ বলছে, নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। 

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি লেবাননের ওপর বিমান হামলা মারাত্মকভাবে জোরদার করে। এর এক পর্যায়ে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল আগ্রাসন চালানোর চেষ্টা করছে। তবে হিজবুল্লাহ যোদ্ধারা প্রচণ্ড শক্তিমত্তা নিয়ে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করে চলেছে। আগ্রাসনের প্রথম দিনেই অন্তত আট দখলদার সেনা নিহত হয়েছে বলে শিকার করেছে তেল আবিব#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন