ইসরাইলি পাশবিকতা বন্ধ করতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান
https://parstoday.ir/bn/news/event-i142536
গাজা উপত্যকা ও লেবাননের নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ পাশবিকতা বন্ধ করতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১১, ২০২৪ ১৪:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলি পাশবিকতা বন্ধ করতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান

গাজা উপত্যকা ও লেবাননের নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ পাশবিকতা বন্ধ করতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

তিনি বিশ্বের প্রায় সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান। আরাকচি বলেন, গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ সৃষ্টি করা উচিত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন, গাজা ও লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরাইলি বর্বরতায় বিশাল জনগোষ্ঠী হতাহত হচ্ছেন এবং সরকারি-বেসরকারি স্থাপনা ও ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। ইসরাইলি পাশবিক হামলা থেকে আন্তর্জাতিক ত্রাণকর্মী কিংবা শান্তিরক্ষী কেউই বাঁচতে পারছে না বলে তিনি মন্তব্য করেন।

আরাকচি বলেন, ইসরাইলি পাশবিকতা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে এবং ইহুদিবাদী সরকার আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন, আন্তর্জাতিক সমাজের নীরবতায় ইসরাইল বেপরোয়া হয়ে উঠেছে এবং আবাসিক এলাকায় আমেরিকায় তৈরি বাঙ্কার-বাস্টার বোমা মারতেও কুণ্ঠাবোধ করছে না। তিনি ইসরাইলি পাশবিকতা বন্ধ করার দায়িত্ব পালন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি ইসরাইলের বিভিন্ন ঘাঁটিতে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সমর্থন করে বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে প্রয়োজন হলে এ ধরনের আরো হামলা চালাবে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।