তুর্কমেনিস্তান সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান; সাক্ষাৎ হবে পুতিনের সঙ্গে
(last modified Fri, 11 Oct 2024 08:49:00 GMT )
অক্টোবর ১১, ২০২৪ ১৪:৪৯ Asia/Dhaka
  • তুর্কমেনিস্তান সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান; সাক্ষাৎ হবে পুতিনের সঙ্গে

একটি আন্তর্জাতিক ফোরামে যোগ দিতে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান; সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

ওই সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি  পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে।

১৮ শতকের কবি ও দার্শনিক মাখতুমগোলি ফেরাগির ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে ওই ফোরাম অনুষ্ঠিত হবে। ফোরামের নাম দেয়া হয়েছে ‘সময় ও সভ্যতার আন্তঃসংযোগ: শান্তি ও উন্নয়নের ভিত্তি’।

বর্তমান ইরানে জন্মগ্রহণকারী ফেরাগি মূলত তুর্কমেন ভাষায় সাহিত্যচর্চা করেছেন। তিনি তুর্কমেনিস্তানের জাতীয় কবি হিসেবে পরিচিত। ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের আক তুকাই গ্রামে এই মহান কবির মাজার অবস্থিত। গ্রামটিতে জাতিগতভাবে তুর্কমেন কমিউনিটির লোকজন বসবাস করেন। 

এশকাবাদের উদ্দেশে তেহরান ত্যাগের প্রাক্কালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তুর্কমেনিস্তানের সঙ্গে তার দেশের একটি দীর্ঘ, নিরাপদ ও শান্তিপূর্ণ সীমান্ত রয়েছে। 

উত্তর ইরানে কবির জন্ম এবং প্রধানত তুর্কমেন ভাষায় তার রচনাবলীর কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ‘ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সম্পর্ককে প্রতিফলিত করে।’ পেজেশকিয়ান আরো জানান, এশকাবাদ সফরে স্বাগতিক দেশের প্রেসিডেন্টের পাশাপাশি রাশিয়া, উজবেকিস্তান ও তাজিকিস্তানের প্রেসিডেন্টদের সঙ্গে তার সাক্ষাৎ হবে। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ