ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রতিবাদে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
(last modified Sat, 12 Oct 2024 09:36:10 GMT )
অক্টোবর ১২, ২০২৪ ১৫:৩৬ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রতিবাদে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান গত পহেলা অক্টোবর যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমেরিকা তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

মার্কিন অর্থ বিভাগ গতকাল (শুক্রবার) ইরানের ১০টি কোম্পানি এবং ১৭টি জাহাজকে ‘অবরুদ্ধ সম্পত্তি হিসেবে ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন বলছে, এসব কোম্পানি ও জাহাজ ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সাথে জড়িত।

মার্কিন অর্থ বিভাগ আরো বলেছে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো জোরদার করার লক্ষ্য নিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যাতে ইরান তেলসহ বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করতে না পারে। আমেরিকা বলছে, তেল বিক্রির অর্থ দিয়ে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনকে সাহায্য করে। 

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান তেল বিক্রির রাজস্ব দিয়ে যেসব সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে সেগুলোর ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে এই নিষেধাজ্ঞা। 

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ইসরাইলের ওপর ইরানের হামলার জবাবে আমেরিকা চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছে যাতে ইরান সরকার সামরিক কর্মকাণ্ডে তহবিল যোগান দিতে না পারে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ