আশখাবাদে পেজেশকিয়ান-পুতিন বৈঠক
‘ইরানের সাথে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাশিয়া’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ককে রাশিয়া বিশেষ গুরুত্ব দেয় এবং দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সম্পর্ক সফলতার সাথে উন্নত হচ্ছে।
গতকাল (শুক্রবার) তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ানের সাথে এক বৈঠকে একথা বলেন ভিাদিমির পুতিন। দুই প্রেসিডেন্ট সেখানে আঞ্চলিক একটি সংস্থার বৈঠকে যোগ দিতে যান।
প্রেসিডেন্ট পুতিন বলেন, আন্তর্জাতিক ঘটনাবলীতে তেহরান এবং মস্কোর অবস্থান খুবই কাছাকাছি। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন খাতে তেহরান এবং মস্কো পরস্পরকে সহযোগিতা করে এবং বিশ্বের বিভিন্ন ঘটনাবলীকে ইরান ও রাশিয়া প্রায় একইভাবে মূল্যায়ন করে। পুতিন আরো বলেন, “চলতি বছর ইরান এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ আমরা বাড়তে দেখছি যা একটি ভালো প্রবণতা।”
বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বলেন, “রাশিয়ার সাথে ইরানের যে সম্পর্ক তা আন্তরিক এবং কৌশলগত। অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আমাদের সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে।”
ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, দুই দেশের সর্বোচ্চ নেতার ইচ্ছা অনুসারে ইরান এবং রাশিয়ার মধ্যকার সহযোগিতার প্রক্রিয়া জোরদার করা উচিত এবং এই সম্পর্ক আরো শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ইরান ও রাশিয়া ভালো পরিপূরক সক্ষমতার অধিকারী যা দুই দেশ একে অপরকে সাহায্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। বিশ্ব অঙ্গনে অন্য বহু দেশের চেয়ে রাশিয়া ও ইরানের অবস্থান অনেক বেশি কাছাকাছি বলে তিনিও মন্তব্য করেন।
ইরান এবং রাশিয়ার মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি সইয়ের বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তিনি আশা করেন এই চুক্তি সইয়ের বিষয়টি আরো গতিশীল হবে।
ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত চুক্তি সইয়ের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি একটি ডিক্রি জারি করেছেন।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন