ইরানে হামলার জন্য ইরাক তার ভূখণ্ডকে ‘লঞ্চ প্যাড’ হিসেবে ব্যবহার করতে দেবে না 
(last modified Mon, 14 Oct 2024 05:48:37 GMT )
অক্টোবর ১৪, ২০২৪ ১১:৪৮ Asia/Dhaka
  • ইরানে হামলার জন্য ইরাক তার ভূখণ্ডকে ‘লঞ্চ প্যাড’ হিসেবে ব্যবহার করতে দেবে না 

ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ জামাল রশিদ বলেছেন, তার দেশের ভূখণ্ডকে ইরানসহ প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। তিনি বলেন, তার দেশের কোনো শহর বা গ্রামের সার্বভৌমত্ব লঙ্ঘনকে তার সরকার মেনে নেবে না। 

সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে গতকাল (রোববার) এক বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট এসব কথা বলেন। ইরানের ওপর হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল গত কয়েকদিন ধরে বাগাড়ম্বর করে আসছে। মূলত সে ব্যাপারে প্রতিক্রিয়া জানান ইরাকি প্রেসিডেন্ট।

বৈঠকে তিনি বলেন, দখলদার ইসরাইলি বাহিনী লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যে ভয়াবহ গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া দরকার।

আঞ্চলিক যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে প্রেসিডেন্ট জামাল রশিদ হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং এ ধরনের সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 

ইরান-ইরাক সম্পর্ক নিয়ে তিনি বলেন, দু দেশকে আরো ঘনিষ্ঠ করতে তেহরান ও বাগদাদের মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঐতিহাসিক, সামাজিক ও ধর্মীয় অভিন্নতার ওপর ভিত্তি করে দু দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করার জন্য তিনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। 

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তারের বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লংঘন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৪

ট্যাগ