খুনিদের আগাম দেড় লক্ষ টাকা দেওয়া হয়, মূল হোতা জিশান আখতার: পুলিশ
(last modified Mon, 14 Oct 2024 08:35:04 GMT )
অক্টোবর ১৪, ২০২৪ ১৪:৩৫ Asia/Dhaka
  • খুনিদের আগাম দেড় লক্ষ টাকা দেওয়া হয়, মূল হোতা জিশান আখতার: পুলিশ

ভারতের মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়েছে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাদের যোগ রয়েছে বলে স্বীকার করেছে অভিযুক্তরা। গ্রেপ্তারকৃত একজন নাবালক বলে দাবি করলেও পরে হাড়ের পরীক্ষায় স্পষ্ট হয়েছে সে নাবালক নয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, খুনের জন্য তিনজনের প্রত্যেককে আগাম ৫০ হাজার টাকা করে আগাম দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের আগের দিন বাইরে থেকে বন্দুক আনা হয়েছিল। তদন্ত সূত্র বলছে, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির  হত্যারহস্যের জাল ছড়ানো জলন্ধর থেকে মুম্বই পর্যন্ত।

উল্লেখ্য, শনিবার রাতে দলীয় কার্যালয়ের সামনে দশেরা উৎসব পালনের সময় খুন হন প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকি। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেশ জনপ্রিয় নেতা ছিলেন। উৎসবের মরশুমে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে। মূল হোতা হিসেবে চিহ্নিত হওয়া মহম্মদ জিশান আখতার দুবছর আগে পাঞ্জাবের জলন্ধর থেকে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে খুন, ডাকাতির মামলা ছিল। পাতিয়ালা জেলেই তার সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের সঙ্গে আলাপ হয়।

পুলিশ বলছে, বাবা সিদ্দিকিকে হত্যার মূল নায়ক আখতার। সে-ই বাকিদের নির্দেশ দিয়েছিল। সেজন্য প্রত্যেককে অগ্রিম ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। শনিবার বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার পর থেকে জিশান আখতার পলাতক রয়েছে। তবে সে মুম্বইয়ের কোথাও গা ঢাকা দিয়েছে বলেই মনে করছে পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চলছে।#

পার্সটুডে/জিএআর/১৪

ট্যাগ