হিজবুল্লাহর হুঁশিয়ারি
‘ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে আরো প্রতিশোধ নেয়া হবে’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি আগ্রাসন বন্ধ না করে তাহলে আরো প্রতিশোধমূলক হামলা চালানো হবে।
গতকাল রাতে ইসরাইলের হাইফা নগরীর দক্ষিণে বিনইয়ামিন সামরিক ঘাঁটিতে বড় রকমের রকেট হামলা চালানোর পর এই হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। গতকালের আত্মঘাতী ড্রোন হামলায় ইসরাইলের গোলানি পদাতিক ব্রিগেডের অন্তত চার সেনা নিহত এবং ১০০’র কাছাকাছি আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।
এই হামলার পর হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় যে বর্বরতা ও গণহত্যা চালিয়েছে তার তুলনায় এই হামলা খুব সামান্যই। এরপরও যদি ইসরাইল তাদের আগ্রাসন অব্যাহত রাখে তাহলে তাদের জন্য আরো মারাত্মক প্রতিশোধ অপেক্ষা করছে।
হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, লেবাননের ভূখণ্ড এবং জনগণকে রক্ষার জন্য ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে সংগঠনের যোদ্ধারা মোটেই দ্বিধা করবে না।
হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলা সম্পর্কে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে তিনটি ড্রোন ইসরাইলের আকাশে প্রবেশ করে এবং তার মধ্যে একটি ড্রোন গোলানি ব্রিগেডের প্রশিক্ষণ শিবিরে হামলা চালায়। সে সময় ইসরাইলি সেনারা রাতের খাবার-দাবারে ব্যস্ত ছিল।
হিজবুল্লাহ ড্রোন ইসরাইলি আকাশে প্রবেশ করে সামরিক ঘাঁটিতে হামলা চালালেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। এ বিষয়ে ইসরাইলি বর্বর বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, কোন রকমের সতর্ক সংকেত ছাড়াই এই ড্রোন কিভাবে সামরিক ঘাঁটিতে প্রবেশ করলো তা তদন্ত করে দেখা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন