সব জল্পনা ও অপপ্রচার উড়িয়ে মেহরাবাদ বিমানবন্দরে উপস্থিত হলেন জেনারেল কায়ানি
(last modified 2024-10-15T08:10:14+00:00 )
অক্টোবর ১৫, ২০২৪ ১৪:১০ Asia/Dhaka
  • (বামে) ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি
    (বামে) ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি

কয়েক সপ্তাহের জল্পনা ও পশ্চিমা গণমাধ্যমের অপপ্রচারকে মিথ্যা প্রমাণ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি আজ (মঙ্গলবার) তেহরান বিমানবন্দরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

লেবাননের রাজধানী বৈরুতে গতমাসে ইসরাইলি বিমান হামলায় শাহাদাতপ্রাপ্ত ইরানি সামরিক উপদেষ্টা জেনারেল আব্বাস নিলফোরুশনের মরদেহ গ্রহণ করতে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বিমানবন্দরে গিয়েছিলেন জেনারেল কায়ানি। গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক শক্তিশালী বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে জেনারেল নিলফোরুশন শহীদ হন।

জেনারেল নিলফোরুশনের মরদেহ আজ (মঙ্গলবার) ভোররাতে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় সেখানে ইরানের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উপস্থিতি একটি শোকানুষ্ঠান হয় এবং তাতে কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কায়ানি অংশগ্রহণ করেন।

এর আগে ইহুদিবাদী ইসরাইলি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছিল, সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় জেনারেল কায়ানি নিহত হয়েছেন। এরপর দাবি করা হয়, জেনারেল কায়ানির হয়তো হার্ট অ্যাটাক হয়েছে অথবা তাকে হয়তো ইরানের নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে।

সেসব গুজবের জবাবে সম্প্রতি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছিলেন, কুদস ফোর্সের কমান্ডার সম্পর্কে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।  কলিবফ বলেছিলেন, জেনারেল কায়ানি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি তার ওপর অর্পিত বিশেষ দায়িত্ব পালন করে যাচ্ছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৫

 

ট্যাগ