ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাভানায় মিছিল, নেতৃত্বে কিউবার প্রেসিডেন্ট
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কিউবার রাজধানী হাভানায় হাজার হাজার মানুষ মিছিল করেছেন। গতকাল (সোমবার) অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।
প্রেসিডেন্ট মিগুয়েল ও তাঁর মিত্ররা ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়াহ পরে মিছিলে অংশ নেন।
ফরাসী বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরোসহ দেশটির আরও কয়েকজন নেতা ওই মিছিলে অংশ নেন। কিউবায় থাকা প্রায় আড়াই শ' ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীও মিছিলে অংশ নেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল বড় একটি ব্যানার। ব্যানারে লেখা ছিল ‘মুক্ত ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’।
মিছিলে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী মিশেল মারিনো (২০) বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি, তাঁদের সার্বভৌমত্ব-স্বাধীনতার প্রতি সমর্থন জানাতে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন। ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরাইল যে গণহত্যামূলক ক্রুসেড চালাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা এই মিছিল করেছেন।
- কিউবায় এই মিছিলটি হওয়ার কথা ছিল গত ৭ অক্টোবর। কিন্তু হারিকেন মিল্টনের কারণে এই কর্মসূচির সময় পেছানো হয়। গত সপ্তাহে কিউবা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন মিল্টন।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে আল আকসা তুফান অভিযান শুরু করে। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরাইল। এক বছরের বেশি সময় ধরে ইসরাইলি হামলা চলছে। এই হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ২৮৯ ফিলিস্তিনি শহীদ এবং ৯৯ হাজার ১৩ ফিলিস্তিন আহত হয়েছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫