‘ইসরাইলের যেকোনো দুঃসাহসের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত ইরান’
(last modified Wed, 16 Oct 2024 13:50:35 GMT )
অক্টোবর ১৬, ২০২৪ ১৯:৫০ Asia/Dhaka
  • ‘ইসরাইলের যেকোনো দুঃসাহসের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত ইরান’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যেকোন দুঃসাহসের চূড়ান্ত জবাব দেয়ার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসের সাথে আজ (বুধবার) এক ফোনালাপে আরাকচি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফোনালাপে তারা দুজন অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইলের হত্যাযজ্ঞসহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে কথা বলেন। 

গাজা এবং লেবাননে ইসরাইলের অব্যাহত বর্বরতা ও গণহত্যার ফলে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে- তা উল্লেখ করে এ পরিস্থিতির অবসান ঘটাতে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেয়ার জন্য তিনি গুতেরেসের প্রতি আহ্বান জানান। আরাকচি বলেন, ইসরাইলে অপরাধযজ্ঞ ও আগ্রাসন বন্ধ করে গাজা এবং লেবাননে জরুরিভিত্তিতে মানবিক ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতে হবে। 

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে ইরানের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে আব্বাস আরাকচি বলেন, যদিও ইসলামী প্রজাতন্ত্র আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, তবে ইরান কিন্তু ইহুদিবাদী ইসরাইলের যেকোনো দুঃসাহসের চূড়ান্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। 

তিনি স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বিস্তারের পরিণতি এবং তার দায়িত্ব ইসরাইল ও তার প্রধান সমর্থক আমেরিকাকে বহন করতে হবে। ফোনালাপে জাতিসংঘ মহাসচিব অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা এবং ভয়াবহ উত্তেজনার কারণে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধাবসনের জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন এবং গাজার আহত ও উদ্বাস্তু লোকজনের জন্য জরুরিভিত্তিতে ত্রাণ সহায়তা দরকার। 

দক্ষিণ লেবানন থেকে ইসরাইল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে চাপ সৃষ্টি করলেও সেখানে জাতিসংঘ বাহিনী থাকবে বলে অ্যান্তোনিয় গুতেরেস নিশ্চিত করেন।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ