মুসলিম বিশ্বের প্রতি পেজেশকিয়ানের আহ্বান
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করুন
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, দখলদার ইসরাইলের সমর্থকদের ওপর জোরালো চাপ সৃষ্টি করতে পারলে ইসরাইলি হত্যাযজ্ঞের মেশিন বন্ধ হবে।
ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল-সাঈদের সাথে আজ (বুধবার) এক ফোনালাপে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। গাজা ইস্যুতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ওমানের যে অবস্থান তার জন্য মাস্কাটকে ধন্যবাদ জানান ইরানি প্রেসিডেন্ট। এসময় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কথা বলেন।
তিনি বলেন, যদি মুসলিম দেশগুলো এক হয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কাজ করে তাহলে ইসরাইল কখনো এত সহজে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে সাহস করবে না এবং আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইসরাইলকে সমর্থন দিতে সক্ষম হবে না। ফোনালাপে ওমানের সাথে দিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ওমানের সাথে সম্পর্ক জোরদার করাকে ইরান অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
ফোনালাপে ওমানের সুলতান আঞ্চলিক ইস্যুতে বিশেষ করে অবরুদ্ধ গাজা ও লেবাননের বিষয়ে ইরানের অবস্থানের প্রশংসা করেন। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বৈত অবস্থান বর্জনের আহ্বান জানান তিনি। একই সাথে তিনি জানান, গাজা এবং লেবাননের নিপীড়িত জনগণের অধিকারের প্রতি সমর্থন দেয়াকেও ওমান বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।#
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন