গাজার হাসপাতালে ইসরাইলি পাশবিক হামলার বার্ষিকীতে বিবৃতি
ইসরাইলবিরোধী প্রতিরোধে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান আইআরজিসির
ফিলিস্তিনি জাতির ওপর ইহুদিবাদী ইসরাইলের নিরবচ্ছিন্ন দমন অভিযানের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর জন্য সারাবিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
অবরুদ্ধ গাজা উপত্যকার মামদানি হাসপাতালে চালানো ইসরাইলি গণহত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে বুধবার এক বিবৃতিতে আইআরজিসি এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, “ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরান ও ইসলামি প্রতিরোধ ফ্রন্ট যে সম্মিলিত যুদ্ধ চালাচ্ছে মুসলিম দেশগুলো তাতে যোগ দেবে বলে আমরা আশা করছি।”
বিবৃতিতে মুসলিম দেশগুলোকে তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়। ২০২৩ সালের ১৭ অক্টোবর গাজার আহলি আরব হাসপাতাল নামে পরিচিত মামদানি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি শহীদ হন। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের পাশাপাশি ইসরাইলি হামলার আশঙ্কায় ঘরবাড়ি ফেলে হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছিলেন।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, গাজার মামদানি হাসপাতালে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত ও পাশবিক হামলা স্মরণ করলে মানুষের মনপ্রাণ দুঃখভারাক্রান্ত হয় এবং মানবতা ডুকরে কেঁদে ওঠে। ওই জঘন্য গণহত্যার পর যেমন মানবাধিকারের কথিত রক্ষক দেশগুলো নীরব ছিল তেমনি এখনও পাশ্চাত্যের নীরবতা ও সমর্থন নিয়েই ইসরাইল গাজা ও লেবাননে গণহত্যা চালাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।