ইসরাইলের বিরুদ্ধে ইরান নিশ্চিতভাবে আরেকটি হামলা চালাবে: আইআরজিসি
(last modified Mon, 04 Nov 2024 04:57:33 GMT )
নভেম্বর ০৪, ২০২৪ ১০:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে ইরান নিশ্চিতভাবে আরেকটি হামলা চালাবে: আইআরজিসি

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরান ‘নিশ্চিতভাবে’ আরেকটি হামলা চালাবে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। তিনি বলেছেন, ইসরাইলকে ইরানের বিরুদ্ধে চালানোর আগ্রাসী হামলার জবাব পেতেই হবে।

তিনি গতকাল (রোববার) তেহরানে জাতীয় ছাত্র দিবস উপলক্ষে এক বক্তৃতায় ইসরাইলবিরোধী সম্ভাব্য হামলা সম্পর্কে বলেন, “বিস্তারিত আলোচনায় হয়নি, তবে নিশ্চিতভাবে হামলা হবে।” ইসরাইলের বিরুদ্ধে ইরানের পরবর্তী হামলাকে ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ নামে অভিহিত করা হবে বলে ব্যাপকভাবে ধারনা করা হচ্ছে।

ইরান গত ৪৫ বছর ধরে নির্যাতিত মানুষদের রক্ষা ও নির্যাতনকারীর বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে- জানিয়ে জেনারেল ফাদাভি বলেন, ইরানের এই পথচলা অব্যাহত থাকবে। তিনি বলেন, ইরান বিশ্বাস করে, সে বর্তমানে ইতিহাসের সঠিক পক্ষে অবস্থান নিয়েছে।

আইআরজিসির এই সিনিয়র কমান্ডার বলেন, গাজা যুদ্ধের একটি বড় দিক হচ্ছে, বিশ্ববাসী একথা উপলব্ধি করেছে যে, বিগত ৭৬ বছর ধরে তাদেরকে মিথ্যা বলা হয়েছে। বিশ্বের ৯১ শতাংশ দেশে ইসরাইলবিরোধী বিক্ষোভ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেনারেল ফাদাভি বলেন, বিশ্ববাসীর কাছে এখন একথা স্পষ্ট যে, ইহুদিবাদী সরকার একটি দখলদার শক্তি এবং তারা ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে রেখেছে। তারা ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের ওপর নির্মম গণহত্যা চালিয়েছে এবং এই পাশবিকতা চালাতে গিয়ে তারা নারী-শিশু কোনো বাছবিচার করেনি।

ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি আমেরিকাও ইরানে আগ্রাসন চালানোর জন্য দাঁতভাঙা জবাব পাবে বলে ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করার একদিন পর জেনারেল ফাদাভি এ বক্তব্য দিলেন। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/৪

ট্যাগ