অস্ত্র সমর্পণ করব না, প্রতিরোধ চালিয়ে যাব: লেবাননের হিজবুল্লাহ
-
মাহমুদ কামাতি
পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপ-প্রধান মাহমুদ কামাতি বলেছেন, হিজবুল্লাহ একটি জাতীয় প্রতিরোধ শক্তি এবং হিজবুল্লাহ কখনোই অস্ত্র সমর্পণ করবে না।
আল জাজিরার বরাত দিয়ে ইরনা জানিয়েছে, হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের উপ-প্রধান বলেন, প্রতিরোধ চলতেই থাকবে এবং দেশ ও ফিলিস্তিন রক্ষায় তারা পিছপা হবে না। তিনি আরও বলেন, হিজবুল্লাহ লেবাননের মৌলিক বাহিনী এবং জাতীয় প্রতিরক্ষা স্তম্ভ ও নিরাপত্তার অংশ। লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধকে আরব জাতীয় নিরাপত্তার প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেন হিজবুল্লাহর এই নেতা।
মাহমুদ কামাতি বলেন, আমরা আমাদের অস্ত্র ত্যাগ করব না এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
এর আগে হিজবুল্লাহর মহাসচিব শেখ নঈম কাসেম হিজবুল্লাহর দুই সাবেক মহাসচিব অর্থাৎ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে বলেন, আমরা কখনও যুদ্ধের ময়দান ত্যাগ করব না।
শেখ নঈম কাসেম আরও বলেন- আমরা আমাদের জিহাদি শক্তি পুনরুদ্ধার করতে পেরেছি এবং ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে প্রস্তুত আছি। আমরা যুদ্ধের মাঠে থাকতে পেরেছি এবং এর আগে যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারিনি তা রাজনীতির ময়দানে অর্জন করতে পেরেছি।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।