লেবাননের সব পক্ষের মধ্যে ঐক্যই ইসরায়েলের বিরুদ্ধে জয়ের চাবিকাঠি: নাবিহ বেরি
https://parstoday.ir/bn/news/west_asia-i153384-লেবাননের_সব_পক্ষের_মধ্যে_ঐক্যই_ইসরায়েলের_বিরুদ্ধে_জয়ের_চাবিকাঠি_নাবিহ_বেরি
লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি লেবাননের সরকার,জাতি, সেনাবাহিনী এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ঐক্যকে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করার মূল চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে আরব দেশটি ২০২৪ সালের নভেম্বর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণরূপে মেনে চলছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২৫, ২০২৫ ১৮:২৬ Asia/Dhaka
  •  লেবাননের সব পক্ষের মধ্যে ঐক্যই ইসরায়েলের বিরুদ্ধে জয়ের চাবিকাঠি: নাবিহ বেরি

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি লেবাননের সরকার,জাতি, সেনাবাহিনী এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ঐক্যকে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করার মূল চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে আরব দেশটি ২০২৪ সালের নভেম্বর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণরূপে মেনে চলছে।

বেরি শনিবার প্রকাশিত আল জুমহুরিয়া দৈনিক পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা যুদ্ধবিরতি চুক্তি এবং ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দায়ী কমিটি কর্তৃক গৃহীত পদ্ধতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যাতে সকল সংশ্লিষ্ট পক্ষ জড়িত।' ২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ৩৩ দিনের যুদ্ধে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী এই প্রস্তাবটি দখলদার তেল আবিব শাসক গোষ্ঠীকে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, 'আমরা ১৭০১ নম্বর প্রস্তবা কঠোরভাবে মেনে চলি এবং অন্য কিছু নিয়ে কথা বলছি না'।বেরি জোর দিয়ে বলেছেন যে শত্রুদের চক্রান্ত পরাজিত করতে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জনে লেবাননের জাতি, সরকার, সেনাবাহিনী এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে সংহতি এবং ঐক্য সবচেয়ে নির্ধারক বিষয়।

লেবাননের বিরুদ্ধে আগ্রাসনে প্রায় ১৪ মাস ধরে চলা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং লক্ষ্য অর্জনে ব্যর্থতার পর ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয় যা ২০২৪ সালের ২৭ নভেম্বর কার্যকর হয়। তারপর থেকে, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা চালিয়ে আসছে। গত ২৭ জানুয়ারি লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে।

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।