পশ্চিম এশিয়া
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি ত্যাগ করলেন লেবাননি প্রেসিডেন্ট
- 
					
									লেবাননের প্রেসডেন্ট জোসেফ আউন  
পার্স টুডে - লেবাননের সংবাদপত্র আল-আখবার জানিয়েছে যে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা চাপের প্রতিক্রিয়ায় লেবাননের রাষ্ট্রপতি ঘোষণা করেছেন যে বল প্রয়োগের মাধ্যমে এই ধরণের সিদ্ধান্ত বাস্তবায়ন অসম্ভব এবং এটি গৃহযুদ্ধের দিকে পরিচালিত করবে।
আল-আখবার সংবাদপত্রের মতে, লেবাননের প্রেসডেন্ট জোসেফ আউন আমেরিকান ও ইউরোপীয় মধ্যস্থতাকারীদের সাথে এক বৈঠকে বলেছেন যে লেবাননের সেনাবাহিনীর হিজবুল্লাহর মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই এবং এই আন্দোলনকে নিরস্ত্র করার যে কোনও প্রচেষ্টা অভ্যন্তরীণ সংঘাতের দিকে পরিচালিত করবে।
জোসেফ আউন জোর দিয়ে বলেন যে, অস্ত্র রক্ষায় হিজবুল্লাহর অবস্থান কেবল একটি রাজনৈতিক মহড়া নয় এবং লেবাননের সবাই এই অবস্থানের গুরুত্ব সম্পর্কে অবগত। এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন রাষ্ট্রদূত টম বারাক, বৈরুত সফরের প্রাক্কালে, লেবাননের কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেছেন যে তারা হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের জন্য একটি সময়সূচী তৈরি করতে হয় ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা শুরু করবে অথবা লেবাননকে একা তার অবস্থার ওপর ছেড়ে দেয়া হবে।
লেবাননে নিযুক্ত মার্কিন উপ-দূত মরগান ওর্টাগাসও প্রেসিডেন্ট জোসেফ আউন এবং লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেররিহর সাথে এক বৈঠকে অস্ত্রের উপর লেবাননি সরকারের একচেটিয়া অধিকার এবং তেল আবিবের সাথে নতুন করে আলোচনা শুরু করার উপর জোর দিয়েছেন। স্পিকার নবী বেররিহ বলেছেন, এ ধরনের দাবি যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে উভয় পক্ষের প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক এবং তিনি লেবাননের পক্ষ হতে পূর্ববর্তী চুক্তিগুলো মেনে চলার উপর জোর দিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলিতে লেবাননের মন্ত্রিসভা ওয়াশিংটনের চাপে এবং সংসদে শিয়া প্রতিনিধিদের অনুপস্থিতিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে যা প্রতিরোধ গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মুখোমুখি হয়েছে। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম এই পদক্ষেপকে "বিপজ্জনক" এবং ইসরায়েলের লক্ষ্য পূরণের সহায়ক কাজ বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে সরকারের উচিত দেশকে শত্রুর হাতে তুলে দেওয়ার পরিবর্তে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দিকে মনোনিবেশ করা।
বিশ্লেষকরা মনে করেন যে লেবাননের রাষ্ট্রপতির সাম্প্রতিক অবস্থান বিদেশী চাপের মুখে তাদের দবি মানার নীতি থেকে পিছু হটার এবং প্রতিরোধকে নিরস্ত্র করার নিরাপত্তাগত মারাত্মক পরিণতি বুঝতে পারার লক্ষণ। #
পার্স টুডে/এমএএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।