যুগপৎ আন্দোলন: দ্বিতীয় দফায় ১১ দিনের কর্মসূচি জামায়াতের
-
জামায়াতের ১১ দিনের কর্মসূচি
বাংলাদেশের জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় দফায় ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
আজ (মঙ্গলবার) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কর্মসূচিগুলো হলো—পাঁচ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ, ১০ অক্টোবর রাজধানীসহ প্রতিটি বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।
জামায়াতের অন্য দাবিগুলো হলো—আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে দাবি আদায়ে গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে তিনদিনের কর্মসূচি পালন করে জামায়াত।#
পার্সটুডে/জিএআর/৩০