সিরিয়ায় ইসরায়েলি হামলা জোরদার
আইরিশ প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিস্তিনিপন্থী প্রার্থী বিজয়ী
-
আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট ক্যাথেরিন কনলি
পার্স টুডে - প্যালেস্টাইনের সমর্থক হিসেবে পরিচিত আইরিশ রাষ্ট্রপতি নির্বাচনের বামপন্থী প্রার্থী ক্যাথেরিন কনেলি দেশটির নির্বাচনে জয়ী হয়েছেন।
আইরিশ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ভোট গণনা ঘোষণার পর, শনিবার সন্ধ্যায় ডানপন্থী ফাইন গেল দলের প্রার্থী হিদার হামফ্রিস পরাজয় স্বীকার করেছেন।
আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট গণনায় দেখা গেছে যে ক্যাথেরিন কনলি ৬৪ শতাংশ ভোট পেয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে স্পষ্টভাবে বিজয়ী। ৬৮ বছর বয়সী কনলি অনেক তরুণ আইরিশ জনগণের সমর্থনে নির্বাচনে জয়লাভ করেন। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, তিনি ফিলিস্তিনের একজন কট্টর সমর্থক এবং ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচক।
মালয়েশিয়ার রাজধানীতে ট্রাম্প ও ইহুদিবাদী ইসরায়েলে বিরুদ্ধে কঠোর ও তীব্র স্লোগান
মার্কিন রাষ্ট্রপতির মালয়েশিয়া সফরের পাশাপাশি, দেশটির রাজধানীতে ট্রাম্প এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ দেখা গেছে। কুয়ালালামপুরে মালয়েশিয়ানরা ইসরায়েলি সরকারের সাথে ওয়াশিংটনের সম্পর্কের সমালোচনা করে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ধরে "মালয়েশিয়া, জেগে ওঠো এবং ট্রাম্পকে তাড়িয়ে দাও" বলে স্লোগান দেয়।
বিমানের ভেতরে কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের সাক্ষাত
শনিবার সন্ধ্যায় মালয়েশিয়া যাওয়ার পথে কাতারের দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে জ্বালানি ভরার জন্য এয়ার ফোর্স ওয়ান যখন থামে তখন দেশটির আমিরকে বিমানের ভেতরেই স্বাগত জানান ট্রাম্প। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিমান থেকে নামেননি।
সিরিয়ায় ইসরায়েলি সেনা অভিযান জোরদার
শনিবার রাতে সংবাদ সূত্রে জানা গেছে যে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রাভিযান চলছে এবং সেখানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সিরিয়ার সেনাসূত্রগুলো জানিয়েছে যে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ও জিপ দক্ষিণ সিরিয়ায় টহল দিচ্ছিল এবং তারপর ইহুদিবাদী সৈন্যরা কুনেইত্রা প্রদেশের একটি শহর থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর একটি ইউনিট কুনেইত্রার উত্তরাঞ্চলীয় শহরতলিতে তারাঞ্জা ও হাদারের মধ্যে যোগাযোগ পথে মোতায়েন করেছে এবং ওই এলাকায় চেকপয়েন্ট বসিয়েছে।
হামাস: আমরা শত্রুকে যুদ্ধ পুনরায় শুরু করার কোনও অজুহাত দেখানোর সুযোগ দেব না
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ গোষ্ঠী হামাসের একজন সিনিয়র নেতা খলিল আল-হাইয়াহ, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ-তৎপরতার লক্ষ্যগুলো অর্জনে বানচালের ওপর জোর দিয়ে বলেছেন যে, এই আন্দোলন যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর মধ্যে তার সমস্ত প্রতিশ্রুতি মেনে চলছে এবং শত্রুকে যুদ্ধে ফিরে যাওয়ার কোনও অজুহাত খুঁজে পেতে দেবে না। আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে, আল-হাইয়াহ জোর দিয়ে বলেন যে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্রের ব্যাপারে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্যের বাইরে কোনও সিদ্ধান্ত নেয়া হবে না এবং তিনি আরও বলেন যে আন্তর্জাতিক বাহিনীর মিশনের দায়িত্বের মধ্যে কেবল সীমান্ত পর্যবেক্ষণ ও যুদ্ধবিরতি বাস্তবায়ন অন্তর্ভুক্ত থাকা উচিত।
ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ইমাম হুসাইন (আ.)-এর মাজার জিয়ারত করেছেন
ইরাকে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত কারবালায় ইসলামের মহানবী (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজার জিয়ারত করার সময় এই পবিত্র স্থানে জিয়ারতকে তার দেশের বিরুদ্ধে হুমকি দূর করার জন্য এবং ভেনেজুয়েলান জাতি ও দক্ষিণ আমেরিকার জনগণের জন্য শান্তি কামনা করার লক্ষ্যে স্রস্টার কাছে দোয়া করার একটি সুযোগ বলে মনে করেন। "আর্তুরো আনিবাল" ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে বলেছেন: "এই পবিত্র স্থানে থাকা আমার কাছে অত্যন্ত মূল্যবান। আমি আমার দেশের শান্তি, প্রশান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করতে এবং ভেনেজুয়েলান জাতি ও অন্যান্য দক্ষিণ আমেরিকান জাতির বিরুদ্ধে হুমকি দূর করতে সর্বশক্তিমান স্রস্টার কাছে প্রার্থনা জানাতে এসেছি।"
সাইবার অপরাধ মোকাবেলা সংক্রান্ত বিশ্বব্যাপী কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর অন্যতম ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ ও ইরান বিষয়ক উপ-কনস্যুলার ওয়াহিদ জালালজাদেহ শনিবার ভিয়েতনামের হ্যানয়ে জাতিসংঘের সাইবার অপরাধ মোকাবেলা সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেছেন। ওয়াহিদ জালালজাদেহ বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান গত চার বছর ধরে এই কনভেনশনের খসড়া প্রণয়নের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করেছে।
সরকারি কার্যক্রম বন্ধ থাকায় মার্কিন বিমান ভ্রমণে সংকট
চলমান সরকারি কার্যক্রম বন্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে কর্মীর ঘাটতি দেখা দিচ্ছে, যার ফলে বেশ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইটগুলোর বিলম্ব ঘটছে এবং অনেক ক্ষেত্রে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার রাতে সিবিএস নিউজ জানিয়েছে যে এই পরিস্থিতি অব্যাহত থাকায় ফ্লাইটের নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। #
পার্স টুডে/এমএএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।