সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা
-
নেতানিয়াহু
পার্সটুডে- একজন বিখ্যাত আরব বিশ্লেষক ইসরায়েলের পক্ষ থেকে আরব দেশগুলোকে অপমান করা ও পরে ক্ষমা চাওয়াকে এক বিপজ্জনক প্রবণতা বলে মন্তব্য করেছেন। তার মতে, এমন আচরণ মেনে নেওয়া মানে শত্রুকে বৈধতা দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা।
এই বিশ্লেষকের নাম আব্দুল বারি আতওয়ান। তিনি আন্তর্জাতিক দৈনিক রাই আল-ইয়াওম এর সম্পাদক। এই সাংবাদিক পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক হিসেবেও ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তিনি তার এক নিবন্ধে লিখেছেন, আরব–ইসরায়েল সম্পর্কের নতুন এক ধারা দেখা যাচ্ছে যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি ইসরায়েলি নেতাদের অবমাননাকর আচরণ এবং পরে ক্ষমা প্রার্থনা–এর প্রথাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং আরব দেশগুলোর নীরবতা ও নমনীয় অবস্থানের তীব্র সমালোচনা করেন।
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে- আতওয়ান জোর দিয়ে বলেছেন, এই ক্ষমাপ্রার্থনাগুলো সাধারণত মার্কিন চাপের কারণে করা হয় এবং তা বন্ধুত্ব নয় বরং অপরাধ ও অপমান ঢাকার কৌশল। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, কাতারে ইসরায়েলি হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বাধ্য হয়ে দুঃখপ্রকাশ করেন, কিন্তু কোনো আরব সরকার তাতে প্রতিক্রিয়া জানায়নি।
আতওয়ান বলেন, এই ধরনের ক্ষমা মেনে নিয়ে চুপ থাকা মানে হলো এমন এক শত্রুকে বৈধতা দেওয়া, যে আরব ভূমি দখল করে রেখেছে এবং গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, তবে তা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে— প্রথমে হামলা, তারপর অপমান, এবং শেষে ক্ষমা- সেটিই আরব–ইসরায়েল সম্পর্কের নিয়মিত রীতি হয়ে যাবে।
তিনি আরও মনে করিয়ে দেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রমাণ করেছে কঠিনতম পরিস্থিতিতেও তারা দখলদার বাহিনীর মোকাবিলা করতে সক্ষম। আতওয়ানের মতে, আরব ও মুসলিম জাতিগুলোর উচিৎ মর্যাদা ও আত্মমর্যাদা রক্ষা করে এই অপমান ও লোকদেখানো ক্ষমা প্রার্থনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া, এটা করতে পারলেই কেবল আঞ্চলিক হুমকি মোকাবেলা করা সম্ভব হবে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।