'আত্মসমর্পণ আমাদের স্বভাব নয়’
ইরানের পক্ষে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
-
মাসুদ পেজেশকিয়ান (মাঝে)
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিদেশি চাপের মুখে দেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানি জাতি কখনো জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না।
ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী ফ্রিস্টাইল ও গ্রেকো-রোমান কুস্তি দলকে সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, “বিশ্ব আমাদের আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু আত্মসমর্পণ আমাদের স্বভাব নয়। আমরা ইরানের পক্ষে শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকব এবং মাথানত করব না।”
ইরানের প্রেসিডেন্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটির ওপর আরোপিত নানা সীমাবদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করে অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করার আহ্বান জানান। তিনি বলেন, “যখন আমরা আমাদের সামর্থ্য ও সক্ষমতাকে কাজে লাগাই, তখন অবশ্যই আমাদের লক্ষ্য পূরণ হবে।”
এর আগের দিন সোমবারও পেজেশকিয়ান একই ধরনের বক্তব্যে বলেন, শত্রুরা ইরানকে নিষেধাজ্ঞার মুখে ফেলছে শুধুমাত্র এজন্য যে দেশটি মাথা নত করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং অপমান মেনে নিচ্ছে না।

তিনি আরও বলেন, “তারা চায় আমরা নীচ ও ভণ্ড লোকদের কাছে আত্মসমর্পণ করি, কিন্তু এমন কল্পনাও আমার মনে স্থান পায় না। ইরান ও আমাদের জনগণকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা নিছকই কল্পনা মাত্র।"
গত মাসে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ইরানের ওপর থেকে তোলা সব জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার প্রক্রিয়া শুরু করে। তারা দাবি করে, তেহরান চুক্তির শর্ত পূরণ করেনি, যদিও যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি লঙ্ঘন করে সরে গিয়েছিল।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রবিবার ওই নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করে। এর আগে চীন ও রাশিয়ার প্রস্তাবিত একটি খসড়া প্রস্তাবে এই তথাকথিত 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়া বিলম্বিত করার কথা ছিল। কিন্তু তা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেটো দেয়। ইরান জানিয়েছে, এই পদক্ষেপের জবাবে তারা পাল্টা ব্যবস্থা নেবে।#
পার্সটুডে/এমএআর/৩০