ইরানের পরমাণু বিষয় নিয়ে গ্রোসি এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা
https://parstoday.ir/bn/news/event-i152490-ইরানের_পরমাণু_বিষয়_নিয়ে_গ্রোসি_এবং_ফরাসি_পররাষ্ট্রমন্ত্রীর_মধ্যে_আলোচনা
পার্সটুডে-আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্ন্যাপব্যাক বাস্তবায়ন এবং ইরানের সাথে পারমাণবিক কূটনীতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
(last modified 2025-09-29T14:26:07+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ২০:২১ Asia/Dhaka
  • ইরানের পরমাণু বিষয় নিয়ে গ্রোসি-ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
    ইরানের পরমাণু বিষয় নিয়ে গ্রোসি-ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

পার্সটুডে-আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্ন্যাপব্যাক বাস্তবায়ন এবং ইরানের সাথে পারমাণবিক কূটনীতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, রাফায়েল গ্রোসি সোমবার এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন: "আজ, ওয়ারশ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে, আমি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোর সাথে সময়োপযোগী আলোচনা করেছি।"

তিনি আরও বলেন, এই বৈঠকে, উভয় পক্ষ "স্ন্যাপব্যাক সক্রিয়করণ পরবর্তী পরিস্থিতি এবং কূটনৈতিক সমাধান এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা" নিয়ে আলোচনা করেছে।

জেসিপিওএ-তে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার অপব্যবহার করে ইউরোপীয় ত্রয়ী (ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি) গতকাল (রোববার) স্ন্যাপব্যাক ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং ফলস্বরূপ ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের পূর্ববর্তী ছয়টি প্রস্তাব পুনরায় সক্রিয় করা হয়েছে।

গেল কয়েক সপ্তায় বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এই নিষেধাজ্ঞাগুলো পুনরায় প্রতিরোধ করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ইউরোপীয় ত্রয়িকার সাথে আলোচনার তিনটি চ্যানেলের মাধ্যমে কূটনীতির জানালা খোলা রাখার জন্য তেহরানের প্রচেষ্টা, কায়রোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা পুনরায় শুরু করার জন্য একটি চুক্তিতে পৌঁছানো এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে গঠনমূলক ও বাস্তবায়নযোগ্য প্রস্তাব উপস্থাপন করা ইত্যাদি তিন ইউরোপীয় দেশের কূটনীতি প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জোটের কারণে কোনও অগ্রগতি করতে পারে নি।

স্ন্যাপব্যাক সক্রিয় করার জন্য ইউরোপীয় ত্রয়িকার পদক্ষেপের সাথে সাথে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান রেজোলিউশন ২২৩১ নম্বর প্রস্তাবের (২০১৫) অধীনে বাতিল করা খসড়াগুলো পুনঃস্থাপনের অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং ইরান বা জাতিসংঘের কোনও সদস্যই এ ধরনের অবৈধ পদক্ষেপ মেনে চলতে বাধ্য নয়।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।